VAI VAI ENTERPRISE

ভাই ভাই এন্টারপ্রাইজ

একাদশ শ্রেণিতে ভর্তি ২০২৪

 

একাদশ শ্রেণিতে ভর্তি:

 


২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ২৬ মে থেকে শুরু হবে।
অনলাইনে আবেদনের জন্য একজন শিক্ষার্থী ১৫০টাকায় কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবেন।
কোন ভর্তি পরীক্ষা হবে না।  এসএসসি-তে প্রাপ্ত জিপিএ এর উপর ভিত্তি করে ফল প্রকাশ হবে।

অনলাইনে আবেদন করতে প্রয়োজন:
০১। এসএসসি পাশের রোল ও রেজিস্ট্রেশন নম্বর
০২। একটি সচল মোবাইল নম্বর এবং
০৩। কলেজের সঠিক পছন্দক্রম (অতি গুরুত্বপূর্ণ)

প্রয়োজনীয় তথ্য:
আবেদন শুরু: ২৬ মে, ২০২৪ইং
আবেদন শেষ: ৬ জুন, ২০২৪২ইং

পরামর্শ:
কলেজের সঠিক পছন্দক্রম দিবেন। এ ক্ষেত্রে কলেজের ভৌগলিক অবস্থান,  টিউশন ফি এবং পড়াশুনার মান যাচাই করা ভাল
প্রয়োজনে অভিভাবক/শিক্ষকের পরামর্শ নেয়া। প্রথম দিন আবেদন করা থেকে যথাসম্ভব বিরত থাকা।।

সর্তাকতা:
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ এর কম প্রাপ্ত ছাত্রছাত্রীদের ভাল কলেজ পছন্দ করা / চান্স পাওয়া অনেক কষ্টকর হবে। তাই গ্রুপ পরিবর্তন করলে ভাল।
.
সঠিক ও নির্ভুল অনলাইন ভর্তি প্রক্রিয়ায় আমাদের রয়েছে ৮  বছরের অভিজ্ঞতা।

Whatsapp : 01731458750

 

 

 


 

About Vai Vai Enterprise

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Reviews :

Post a Comment